শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

“পার্বত্য চুক্তি বাস্তবায়নেই পাহাড়ের স্থায়ী শান্তি নিহীত”

৩৫তম পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ ও ৫ম কেন্দ্রীয় কাউন্সিল: পিসিপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান

নুরুল আলম: পার্বত্য চুক্তি বাস্তবায়নে ষড়যন্ত্র চলছে অভিযাগ এনে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেছেন, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নেই পাহাড়ের স্থায়ী শান্তি নিহীত আছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই মন্তব্য করে তিনি এ চুক্তির ইতিহাস অনেক দীর্ঘ এবং রক্তের মধ্য দিয়ে এসেছে বলে মন্তব্য করেন।

তিনি আরো বলেন, চুক্তি সম্পাদিত হলেও বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্র এখনো থেমে নেই। ৭২টি ধারার মধ্যে অবাস্তবায়িত ধারাসমুহ বাস্তবায়ে সকলে সজাগ থাকার আহবান জানান তিনি। বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) দুপুরে দীঘিনালার লারমা স্কোয়ারের কল্পরঞ্জন মাঠে পিসিপির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও ৫ম কেন্দ্রীয় কাউন্সিল বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বক্তারা আরো বলেন, ইউপিডিএফকে ষড়যন্ত্রকারী ভূইফোঁড় সংগঠন বলে অখ্যায়িত করে ধিক্কার জানান ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতারা। এতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পাহাড়ী ছাত্র পরিষদের ইতিহাস তুলে ধরে যেকোন সময়ে পাহাড়ে জুম্ম জাতির জুম্ম জাতির অধিকার আদায়ে সবসময় পাহাড়ী ছাত্র পরিষদকে স্বোচ্ছার থাকার আহবান জানান।

“জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন” স্লোগানে আয়োজিত খাগড়াছড়ির দীঘিনালায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র সমাবেশ ও কাউন্সিলের আগে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কল্পরঞ্জন মাঠে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় ও দলীয় সঙ্গিতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে ছাত্র সমাবেশ ও কাউন্সিলে অংশ নেয়।

পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারন সম্পাদক লবিয়ত চাকমা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা,কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অসীম প্রিয় চাকমা,পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা,সদস্য বাবু চাকমা,লংগদু উপজেলার সভাপতি দিপন চাকমা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!