নুরুল আলম:: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় ২১ মে ২০২৪ তারিখ সিন্দুকছড়ি জোন কর্তৃক শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন। ক্রেষ্ট প্রদান শেষে তিনি শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে স্পৃহা বৃদ্ধির জন্য শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডারের সঙ্গে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ।
এসময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্দীপনামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সর্বশেষে শিক্ষার্থীগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।