শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচিত হলেন যারা

নুরুল আলম:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচীত হয়ে বিজয় হয়েছেন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানরা। মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (২১ মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা নাইমা ইসলাম।

এতে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম আনারস প্রীতিকে ১৬ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষিত চাকমা বকুল দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৮ হাজার ৫৬৫ ভোট।

খাগড়াছড়ি সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা ১৬ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণি ত্রিপুরা কলস প্রতীক নিয়ে ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচনে এবার ৪১টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৯২ হাজার ৮৬৪ জন ব্যালেটের মাধ্যমে তাদের ভােটাধিকার প্রয়োগ করে। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।

পানছড়ি উপজেলায় নির্বাচিত হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নির্বাচিত চন্দ্র দেব চাকমা কাপ পিরিচ প্রতিক নিয়ে তিনি ২৪ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। জনশ্রুতি আছে তিনি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা আনারস প্রীতিকে পেয়েছেন ১৬ হাজার ৩৫৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সৈকত চাকমা টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।একই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা ফুটবল প্রতিক নিয়ে ২১ হাজার ২৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেছেন। এবারের নির্বাচনে পানছড়ি উপজেলার ৫টি ইউপির ২৫টি কেন্দ্রে ব্যালেটে ভোটাররা উপজেলার সর্বমোট ভোটার সংখ্যা ৫৬ হাজার ৫ জন। যার মাঝে ২৮ হাজার ২৪ পুরুষ ও ২৭ হাজার ৯৮০ জন মহিলা বলে নিশ্চিত করেন।

দীঘিনালা উপজেলায় নির্বাচিত হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নির্বাচিত হয়েছেন ধর্ম জোতি চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ৩৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। লোকমুখে প্রচলিত আছে তিনি ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আনারস প্রীতিকে পেয়েছেন ২৩ হাজার ৯০৬ ভোট। মঙ্গলবার (২১ মে ২০২৪) রাতে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ আনুষ্ঠানিক বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা চশমা প্রতীকে ৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিমা দেওয়ান কলস প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় ৯০ হাজার ১শ ৯৪ ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করা কথা ছিলো। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৬ হাজার ০৮১, মহিলা ভোটার ৪৪ হাজার ১১২ ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছে বলে নিবাচন অফিস সূত্র জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!