নুরুল আলম::: খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বুধবার (২২ মে) জেলার চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন।
জেলার প্রতিটি বৌদ্ধ বিহার ও মন্দিরে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান, সংঘদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান করা হয়। জেলা শহরের শত বছরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়।
মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান লাভের কারণে দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।