শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি জেলা পুলিশের নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলায় আগামীকাল (২১ মে) অনুষ্ঠাতব্য খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা উপজেলা ও পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচন-(২য় ধাপ) উপলক্ষে নির্বাচন-কালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং হয়েছে। খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে।

সোমবার (২০ মে) সকাল ১০টায় ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার)।

এ সময় পুলিশ সুপার বলেন, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে নির্বাচন কমিশন, জননিরাপত্তা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার্স, জেলা বিশেষ শাখা কর্তৃক জারীকৃত বিধিবিধান, পরিপত্র, আদেশ যথাযথভাবে মেনে চলতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল পুলিশ সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আনসার ও ভিডিপি সদস্যগণ দায়িত্ব পালন করবেন। সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় পূর্বক উত্তম আচরণ করতে হবে।

তিনি বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ করা যাবেনা। নির্বাচনী কাজের সাথে জড়িত সকল ব্যক্তির সাথে উত্তম আচরণের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখতে হবে। পূর্বের ন্যায় কোন প্রার্থী/প্রার্থীর সমর্থকের নিকট হতে কোন প্রকার কোমল পানীয়, খাদ্য সামগ্রী, উপহার গ্রহণ করা যাবেনা।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত। তাই সকলকে সর্বোচ্চ সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

তিনি সব পুলিশ সদস্যকে অস্ত্র-গুলি, বুলেটপ্রুফ, লেগগার্ড, হেলমেট, রিফ্লেক্টিং ভেস্ট, বাঁশি, লাঠি, ওয়্যারলেস সেট, সিগন্যাল লাইট, টর্চ লাইট ও অন্যান্য মালামাল যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ সুপার আরও বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ) সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এই উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) ও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার মুমিদ রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো. তানভীর হোসেনসহ পুলিশ, র‌্যাব ও আনসার এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের সদস্যরা।

এছাড়াও দীঘিনালা থানা ও পানছড়ি থানা প্রাঙ্গণে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!