শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

ত্রিপুরা জাতির প্রথম এমবিবিএস ডা.বিশ্ব কীর্তি ত্রিপুরাকে সংবর্ধনা

নুরুল আলম:: বাংলাদেশের ত্রিপুরা জাতির প্রথম এমবিবিএস ডা. বিশ্ব কীর্তি ত্রিপুরাকে সংবর্ধনা প্রদান করা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে ২০২৪) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর ইউনিয়নস্থ চম্পাঘাট অখন্ডমন্ডলী উপাসনা মন্দির ও শিশু সদন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় চম্পাঘাট শিশু সদন’র সভাপতি কনক বরণ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে চম্পাঘাট শিশু সদনের সাধারণ সম্পাদক অনক ত্রিপুরা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি বলেন,যে জাতি গুণীজনকে সম্মান দিবে,সে জাতি তত উন্নত হবে। গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ,জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!