নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারাতে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে আটক করেছে সিন্দুকছড়ি জোন। পরে আটকদের অস্ত্রসহ গুইমারা থানার এসআই জহিরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।
১৪ মে বুধবার রাতে ৩ ফিল্ড রেজিঃ আর্টি সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ বেলাল হোসেন (৩৫), পিতা মোঃ মজিদ হোসেন, গ্রাম- তৈকর্মাপাড়া পাড়া ও মোঃ মুজিবর হোসেন (৫১) পিতা মৃত সাইদুর রহমান গ্রাম সিন্দুকছড়ি বাজার পাড়া-কে আটক করা হয়।
গোপন সূত্রের মাধমে জানা যায়, এরা ইউপিডিএফ (মূল) দলের প্রধান সোর্স হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করতো এবং ইউপিডিএফ (মুল) সংগঠনের সাথে সম্পৃক্ত থাকাসহ সংগঠনের নামের চাঁদা আদায় করতো।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।