পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে শঙ্কা
নুরুল আলম:: পাহাড়ের আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীদের অপতৎপরতায় শঙ্কা প্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বলেছেন, কেএনএফের সন্ত্রাসীদের কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবী জানা।
বুধবার (১৫ মে ২০২৪) দুপুরে খাগড়াছড়ির মহাজনপাড়ায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান।
পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সরকারের হস্থক্ষেপ দাবী করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিলের যুক্তি তুলে ধরেন। সেসময় তিনি কেএনএফ এর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এতে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের “বেপরোয়া চাঁদাবাজি,সেনাবাহিনী সদস্যদের নির্মমভাবে হত্যা,ব্যাংক লুট,অরাজকতা সৃষ্টিসহ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার পায়তারার” অভিযোগ এনে সংবাদ সম্মেলনে কেএনএফের উপস্থাপিত ৬ দফা দাবী তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন,সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা,সাংগঠনিক সম্পাদক মুকতাদের হোসেন,মহিলা পরিষদ এর খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক সালমা আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।