শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় মেধাবী দু’বোনের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন

নুরুল আলম:: অনন্যা ও ফারজিয়া দুই বোন। ফারজিয়া কুমিল্লা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষে অধ্যয়নরত এবং তার বড় বোন অনন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স ২য় বর্ষে পড়ছে। তারা গুইমারা উপজেলার বাসিন্দা।

তাদের শিক্ষা জীবন আর্থিক সংকটে ব্যাহত হওয়ার বিষয়টি বাবা মোঃ আমিনুল হক জানান উপজেলা প্রশাসনকে। তিনি পেশা একজন ব্যবসায়ী। মেধাবী ঐ দু’বোনের আর্থিক সংকটে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানাের পর তাৎক্ষণিক পাশে দাঁড়ালো গুইমারা উপজেলা প্রশাসন।

সম্প্রতি আর্থিক সীমাবদ্ধতার কথা জানালে সোমবার (১৩ মে ২০২৪) দুপুরে দুই মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়। তাদের বাবার আবেদনের প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এ সহায়তা তুলে দেয়া হয়।

এ সময় তাদের উচ্চ শিক্ষায় সব সময় গুইমারা উপজেলা থাকাবেন বলে আশ্বাস দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, প্রতিটি ভালো কাজে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসন সব সময় পাশে আছে এবং থাকবে।

মানবিক কাজে সহায়তা,শিক্ষা,স্বাস্থ্য থেকে শুরু করে শান্তি-শৃঙ্খলায় জনমানুষের কল্যাণে সব সময় সহায়তার হাত প্রসারিত থাকবে জানিয়ে তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান। এদিকে-মানবিক সহায়তার হাত বাড়ানো প্রশাসনকে কৃতজ্ঞতা জানান দুই শিক্ষার্থী ও তার অভিভাবকরা।

এদিকে বিষয়টি এরই মধ্যে উপজেলা প্রশাসনের অফিসিয়াল পেইজে প্রকাশ পাওয়ার পর প্রশংসায় ভাসছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসন। সাধারন মানুষের পাশে থেকে গুইমারা উপজেলা প্রশাসনের মানবিক সহায়তার পাশাপাশি ইউএনও রাজীব চৌধুরী গুইমারায় যোগদানের পর এ উপজেলায় সেবা থেকে শুরু করে শৃঙ্খলা ফেরায় সন্তুষ্টি প্রকাশ করেছে গুইমারা উপজেলাবাসী।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!