নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন এর সার্বিক তত্বাবধানে এবং এসআই জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গিও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত ৩ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, রবিবার (১২ মে ২০২৪) রাত সাড়ে ১১ টায় গুইমারা থানার পুলিশ অভিযান পরিচালনা করে ২নং হাফছড়ি ইউপি বটতলী হাজীপাড়া এলাকা থেকে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী রুবেল আহাম্মদ, পিতা-মোহাম্মদ আলী ও আবু ইউসুফ, পিতা-মৃত সোনা মিয়া ও আব্দুর রহমান, পিতা-ইদ্রিস মিয়াকে আটক করে।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।