——মোস্তাফিজুর রহমান, বিপিএএ
নুরুল আলম: গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের প্রসিদ্ধ পর্যটন স্পট পঙ্খীমুড়া ভিউপয়েন্ট দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, বিপিএএ।
শনিবার (৪ মে ২০২৪) সকালে খাগড়াছড়ির পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও পুলিশ সুপারের মুক্তা ধর এর উপস্থিতিতে এসময় সিনিয়র সচিব গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীকে পর্যটন স্পটটি উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা ও সিন্দুককছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মার্মা উপস্থিত ছিলেন। তীব্র গরমের মধ্যেও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর চমকপ্রদ নৃত্যশৈলী দেখে সিনিয়র সচিব ও তাঁর পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পরবর্তীতে আবার গুইমারা উপজেলা ভ্রমণের আশাবাদ ব্যক্ত করেন।