নুরুল আলম: রাঙামাটিতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারী-পুরুষসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন।
বৃহস্পতিবার (০২ মে) জেলা শহরের তবলছড়ির সিলেটি পাড়া এবং বাঘাইছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সময় বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৬০) ঘরের বাইরে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। একই উপজেলার সাজেক ইউনিয়নের বেটলিং মৌজার লংথিয়ানস পাড়ায় তোনিবালা (৩৭) নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় এই উপজেলায় বজ্রপাতে ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে দুপুরে বজ্রপাতে রাঙামাটি শহরের তবলছড়ির সিলেটি পাড়ায় মো. নাজির হোসেন (৫০) এক ব্যক্তির নিহত হয়। এ সময় তিনি ঘরের কাজ করছিলেন বলে জানা গেছে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজির হোসেনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, বাঘাইছড়িতে বজ্রপাতে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত দুই নারীর পরিবারকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা প্রদান করা হবে বলে জানান তিনি।