বিশেষ বিজ্ঞপ্তি:: মঙ্গলবার গুইমারা বাজার চলাকালীন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হতে বাজারের ব্রীজ পর্যন্ত মূল সড়কটি অসুস্থ বয়োবৃদ্ধ, অন্তঃসত্বা নারী ও শিশুদের চলাচলের জন্য জ্যামমুক্ত রাখার উদ্দেশ্যে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা প্রদান করা হয়েছে।
ঘোষণাটিতে বলা হয়েছে, গুইমারা বাজারের মঙ্গলবার হাটবারের দিন ভোর ৬:০০ টার পূর্বে বাজারে আসা সকল মালামাল আনলোড করে যানবাহন বাজার এলাকা ত্যাগ করতে হবে এবং পরবর্তিতে দুপুর ২:০০ টার পরে মালামাল গাড়ীতে লোড করা যাবে। এছাড়াও গুইমারা সদরই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হতে বাজারের ব্রীজ পর্যন্ত মোটর সাইকেল, সিএনজি, ইজিবাইকসহ কোন যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে দুরপাল্লার যানবাহান (বাস, লাইনের সিএনজি, পিকাপ ইত্যাদি) গুইমারা বাজারে না দাড়িয়ে নিদিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে পারবে। বাজার চলাকালীন মূল সড়কে কোন যানবাহন দাড়িয়ে থাকলে এবং পণ্য বেচাকেনা করলে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে হুশিয়ারি প্রদান করা হয়েছে। বাজারে শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন গুইমারা উপজেলা প্রশাসন।