নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
সোমবার (২৯ এপ্রিল ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিয়া, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা, কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় অতিথিরা এলাকার বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বলেন, কোথাও অনিয়ম ও দূর্নীতি হতে দেখলে প্রশাসনকে অবগত করতে হবে। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।