শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নুরুল আলম:: খাগড়াছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে মুজিবনগর সরকারের উপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃঞ্চ চন্দ্র চাকমা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সাংবাদিক আজিমুল হক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন করতে বড় একটি ধাপ ছিল মুজিবনগর সরকার গঠন। এ সরকার স্বাধীনতার রূপরেখা তৈরি করেন। বহি:বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনসহ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। বক্তারা মুজিবনগর সরকারের সকলকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপক ভাবে তুলে ধরার আহ্বান জানান।

অপরদিকে গুইমারা উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিপন চাকমা, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমূখ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!