নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল ২০২৪ শনিবার। খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে খাগড়াছড়ি জেলা সম্মেলন প্রস্তুতি ও নির্বাচন পরিচালনা কমিটি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মোঃ মজিবুর রহমান। উক্ত সম্মেলনের সভাপতিত্ব করবেন, খাগড়াছড়ি জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আবদুল হামিদ রানা।
এছাড়া সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে থাকবেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আলম খান। সম্মেলনে সকল ভোটারদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশগ্রহনের জন্য আহ্বান করেন তিনি। এছাড়াও সকলের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের নিকট আহ্বান জানায়।
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা নির্বাচন অনুষ্ঠানকল্পে ২৭ মার্চ ২০২৪ চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি প্রার্থী মোঃ আব্দুল মজিদ, টেলিভিশন মার্কা ও মোঃ লোকমান হোসেন, মোবাইল মার্কা। সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মাসুম রানা, বাঘ মার্কা ও মোহাম্মদ রবিউল হোসেন, হাতি মার্কা। সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ জালাল, গোলাপ ফুল মার্কা, মোহাম্মদ জসিম উদ্দিন, ডাব মার্কা ও মোঃ মোক্তার হোসেন, মাছ মার্কা ।