নুরুল আলম:: গুইমারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জেম ও কমিটির সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মঙ্গলবার (৯ এপ্রিল ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ এর প্রতিনিধি, সিন্দুকছড়ি উপজেলা চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা দাখিল মাদ্রাসার সভাপতি ইখতেয়ার চৌধুরী পলাশ, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, গুইমারা বাজার জামে মসজিদ এর ইমাম মোঃ ওসমান গণি, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমূখ।
এসময় অতিথিরা ঈদুল ফিতরকে কেন্দ্র করে সকলকে শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপন করার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।