আল-মামুন, খাগড়াছড়ি:: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (৬ এপ্রিল ২০২৪) ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সিন্দুকছড়ি মাদ্রাসা এবং তৈকর্মা ইবতেদায়ী মাদ্রসার ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে এসব ইফতার বিতরণ করেন, ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী।
ইফতার সামগ্রী বিতরণকালে মাদ্রাসার শিক্ষার্থীদের আরো ভাল ভাবে পড়াশোনার উৎসাহ প্রদান করে শিক্ষকদেরকে ভালভাবে পাঠদান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সে সাথে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সকলকে মিলেমিশে বসবাসের পরামর্শ দিয়ে শান্তি,শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে ভবিষ্যতেও এ ধরনের জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।