শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

বান্দরবান রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক:: বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার থানচি উপজেলা সদরে সোনালী ও কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সদস্য ফাঁকা গুলি ছুঁড়তে ছুড়তে সোনালী ও কৃষি ব্যাংকে ঢুকে পড়ে। এসময় তারা ভল্ট ভাঙার চেষ্টা চালায়। পরে তারা ভল্ট ভাঙতে ব্যর্থ হয়ে ক্যাশ বক্সে রক্ষিত টাকাসহ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে মোট ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া যায়। এই নিয়ে এলাকাবাসীর মাঝে হতাসা বিরাজ করছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!