নুরুল আলম:: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে জনকল্যাণে বিশেষ মানবিক সহায়তা প্রদান করেছে সিন্দুকছড়ি জোন। মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) বাটনাতলী আর্মি ক্যাম্পের আওতাধীন বাটনাতলী উচ্চ বিদ্যালয় মাঠে দায়িত্বপূর্ণ এলাকার এ সহায়তা তুলে দেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।
এ সময় তিনি ১০৯টি পরিবারের মাঝে সোলার প্যানেল,গরিব অসহায় পরিবারকে ঘর নির্মাণে ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, কৃষি উন্নয়নের জন্য প্রান্তিক কৃষকের মাঝে সার ও ফলজ গাছ, বাটনাতলী মাদ্রাসার ছাত্রদের মাঝে মাদুর, গরিব শিক্ষার্থীদের বই প্রদান, খেলাধুলার সামগ্রী প্রদান এবং ত্রাণ সহায়তা তুলে দেন।
সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ উদ্যােগ নিয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ দিয়ে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা আরো বলেন,শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একে অপরের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রেখে বসবাসের বিকল্প নেই। এ সময় তিনি সকলের পাশে থেকে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ জোন দেশ গঠনে দায়িত্ব নেয়ার পর থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।