সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলো খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন
আল-মামুন:: সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলো খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। যেখানে সহকর্মী-সংগঠনের ঐক্য,সম্প্রীতির বিরল উদাহরণ সৃষ্টির মধ্য দিয়ে নতুন গঠিত খাগড়াছড়ি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।
বুধবার (২০ মার্চ ২০২৩) দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবর্ধনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতে মিডিয়ায় কর্মরতদের ঐক্যবদ্ধ ভাবে পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে কাজ করাসহ সম্প্রীতির বন্ধন অটুট রেখে কাজ করাসহ একে অপরের পাশে থাকার আহবান জানান বক্তারা। এ সময় প্রায়ত সাংবাদিক ওমর ফারুক শামিম,পলাশ বড়ুয়া,সাংবাদিক প্রদীপ চৌধুরী পিতা,জীতেন বড়ুয়ার পিতার মৃত্যুতে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলে।
এতে বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের সকল উন্নয়নের অংশিদার সাংবাদিকরাও। পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) থেকে পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে সাংবাদিকরা কাজ করে গেলেও খাগড়াছড়িতে সাংবাদিকদের বিষয়ে কেউ ভাবেনা। নানা সংকটসহ কষ্টে সময় কাটালেও তাদের দেখার কেউ নেয়।
নানা অনিয়ম,অপরাধ,দুর্নীতিবাজরা নিজেদের কাজ চালিয়ে গেলে সেখানে ঐক্যবদ্ধ ভাবে সংবাদ তুলে ধরাসহ উন্নয়ন,সমস্যা, সম্ভাবনার খবর সাংবাদিকরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে পাহাড়ে আরো এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাওয়ার ক্ষেত্রে কেউ বাঁধা হয়ে দাঁড়ালো ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে নিজেদের লিখনীর দক্ষতা অক্ষুন্ন রাখার বিষয়ে নানা জােরালো বক্তব্য দেন সাংবাদিক নেতারা।
এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও নব নির্বাচীত খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়াও জেলায় কর্মরত সাংবাদিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।