নুরুল আলম:: গুইমারায় তিন ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
সোমবার (১১ মার্চ ২০২৪) বিকালে গুইমারা উপজেলায় বাজার মনিটরিং অভিযানকালে মূল্য তালিকা না টাঙানো, রাস্তা দখল করে ব্যবসা করা, পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দন্ড প্রদান করা হয়। এতে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।