নুরুল আলম:: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা থানায় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর’র নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিনের বিচক্ষন নেতৃত্ব ও সৃজনশীল আইডিয়ায় থানায় আগত সেবা প্রার্থীরা যাতে মহান মুক্তিযুদ্ধ ও কালের শ্রেষ্ঠ বাঙালী মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে জানতে পারে ও হৃদয়ে লালন করতে পারে এমন উদ্ধেশ্যে থানা কম্পাউন্ডে “মুক্তিযুদ্ধ গ্যালারী” স্থাপন করা হয়েছে।
৭মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুইমারা থানা কম্পাউন্ডে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর এই মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করেন।
মুক্তিযুদ্ধ গ্যালারী উদ্বোধনের পর খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে গুইমারা থানায় এই ” মুক্তিযুদ্ধ গ্যালারি’র উদ্বোধন করা হয়েছে।
৩৭টি আলোক চিত্রের মাধ্যমে এই গ্যালারিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণ করার বিষয়টি নতুন প্রজন্মের নিকট তুলে ধরার চেষ্টা হয়েছে। এছাড়া ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা, মুজিবনগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী মানুষের অবদান, পাকিস্তানি বাহিনীর আত্মসর্মপণ ও স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং বিভিন্ন দেশ ও রাষ্ট্র প্রধানদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা ফুটিয়ে তুলা হয়েছে।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি চেষ্টা করেছি বঙ্গবন্ধুর জীবন, কর্ম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য। যাতে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এবং থানায় আগত অপরাধি ও সেবা প্রার্থীরা মহান নেতা বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে ও তা হৃদয়ে ধারন করতে পারে।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুইমারা কমান্ড ও গুইমারা প্রেসক্লাব নেতৃবৃন্দ।