নুরুল আলম:: “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
শুক্রবার (৮মার্চ ২০২৪) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ইউএনডিপির কর্মকর্তা অরুণ বিকাশ চাকমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির পিসি গীতিকা ত্রিপুরা, একাউন্টেন্ট নিপুল ত্রিপুরা, পাইসাউ মারমা ও আনুচিং মারমা প্রমূখ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, বর্তমান বিশ্বকে বিভিন্ন সংকটের মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশও এই অবস্থার বাইরে নয়। বৈষম্য-দারিদ্র্যের অবসান ও মানবাধিকার সুরক্ষাসহ উন্নয়নের গতি বৃদ্ধিতে নারীদের জন্য পর্যাপ্ত বিনিয়োগ ও নারীদের শিক্ষা, চিকিৎসাসহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করণের সকলকে আহ্বান জানান।