নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় খাল ভরাট করে সরকারি জায়গা দখল করতে গেলে অভিযান চালিয়ে লাল পতাকা দিয়ে জায়গা ব্লক করে দেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বুধবার (৬ মার্চ ২০২৪) সরকারি জায়গা দখল ও খাল ভরাটের খবর পেয়ে অভিযান পরিচালনা করে কাজ বন্ধ করে দেন ইউএনও রাজিব চৌধুরী। এসময় দখলদারদের ঘটনাস্থলে আসার জন্য বার বার নিদের্শ প্রদান করলে তা অমান্য করে উপস্থিত হয়নি। পরে ইউএনও ড্রাইভারের মাধ্যমে বাজার চৌধুরীর সুপারিশের কাগজ পাঠিয়েছেন বলে জানা গেছে। অভিযানকালে উপস্থিত ছিলেন, গুইমারা বাজার ব্যবসায়ী সুদত্ত বড়ুয়া, যুবলীগ সভাপতি বিপ্লবশীলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, কোনো প্রকার অনুমতি ছাড়া সরকারি খাল ভরাট করা হচ্ছিল। দখলদারদের জায়গার কাগজপত্রাদী ও প্রয়োজনীয় ডকুমেন্টস দেখানোর জন্য বলা হলে তিনি তা দেখাতে পারিননি। প্রধান মন্ত্রীর কড়া নির্দেশ অবৈধদখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। যে বা যারাই অবৈধ কাজের সাথে লিপ্ত থাকুক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে জেল জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হুসিয়ারী প্রদান করেন।