নুরুল আলম:: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাচন অফিসার উৎপল চাকমা।
শনিবার (২ মার্চ ২০২৪) সকালে গুইমারা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছঃ হাসিনা আক্তার, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ ও গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অতিথিরা বলেন, বর্তমানে দেখা যায় প্রায় মানুষের জাতীয় পরিচয় পত্রের নিজ নাম, পিতার নাম অথবা কোথাও না কোথাও ভুল থাকেই। এসব ভুলের জন্য সাধারণ মানুষদের নানান জটিলা ভোগ করতে হয়। এসব ভুল যাতে আর না হয় সেই বিষয়ে সর্তক থাকার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।