নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা থানার ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২রাউন্ড কার্তুজ সহ পাহাড়ি আঞ্চলিক সংঘটনে ১জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন।
গুইমারা ইউপির ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলা সাকিনে নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর ১ মার্চ ২০২৪ এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮ ঘটিকার সময় আসামী দারাছ চন্দ্র চাকমা(২২), পিতা-রাঙ্গা মনি চাকমা, মাতা-ছায়া রানী চাকমা, সাং-চাকমা পাড়া, ০৩নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়িকে আটক পুর্বক তাহার নিকট ( হেফাজতে) থাকা ব্যাগের ভিতর হইতে ১ টি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
গুইমারা থানার সূত্রে জানায়, জিজ্ঞাসাবাদে আসামি উক্ত অস্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে টিম গুইমারা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি জেলা নির্দেশনা কাজ করে যাচ্ছে। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।