নুরুল আলম::“ জীবনের পাঠ সর্বদা পরি, ক্রীড়ার বন্ধনে জীভন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গুইমারা সরকারি কলেজের ৬ষ্ঠ আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারী ২০২৪) সকালে গুইমারা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান কার্বারী, দাতা সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।