শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

ইলেকট্রিক মিস্ত্রী নাসিরের উপর গুলির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির পানছড়িতে বাঙালি ইলেক্ট্রিক মিস্ত্রী নাসিরের উপর গুলির প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন
করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) সকালে খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের শাস্তির দাবী জানান।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের পৌর কাউন্সিলার ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা কাউন্সিলর আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মো. লোকমান, আসাদ উল্লাহ প্রমুখ।

বক্তারা বাঙালির গণহত্যাকারী সন্তু লারমাসহ পাহাড়ের সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ ধরনের ঘটনায় আর ঘটলে পার্বত্য চট্টগ্রামে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। নাসিরের উপর গুলির ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেন বক্তারা।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় জেলার পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা মো. নাসিরের উপর গুলি চালায়। গুরুতর আহত নাছির বর্তমানে চট্রগ্রামে মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!