নুরুল আলম:: দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য তিন জেলার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হলেন রাঙ্গামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। তিনি বলেন, এমপি হিসেবে মনোনিত হওয়ায় আমরা উনাকে স্বাগত জানাই।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন।
এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।