পাহাড়ে শিক্ষার উন্নয়নে যা প্রয়োজন করা হবে
নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ দশবছর পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজ করা হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)।
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. কামাল হোসেন মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, হেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস প্রমুখ।
শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, শেখ হাসিনার সরকারের কোন অভাব নেই। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। পাহাড়ে শিক্ষার উন্নয়নে যা যা করতে হয় পার্বত্য জেলা পরিষদ সব করবে। আগামী এপ্রিল-মে মাসে চাহিদা অনুযায়ী বড় ধরণের বরাদ্দ দেয়ার আশ্বাস দেন তিনি।
একই সময় কলেজের জন্য ৫০ সেট ফার্নিচার দেয়ার প্রতিশ্রুতি ও শিক্ষা সফরের জন্য নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)।
এসময় কলেজের শিক্ষক,শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উস্থিত ছিলেন।