নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় মিনি ট্রাক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ২০২৪) দুপুরে হাতিমুড়া এলাকায় গুইমারা হতে কলা বোঝাই মিনি ট্রাক ও চট্টগ্রাম থেকে আসা ট্রাকের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২জন আহত হয়। সংঘর্ষের পরপরই আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন, মোঃ রমজান এবং মিনি ট্রাকে থাকা মোঃ মোরশেদ আলম।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মিটি ট্রাকটি চট্টগ্রামে উদ্দেশ্যে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হাড়িয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মিনিট্রাকটির নাম্বার ফেনী-৬-১১-০৪০৭ চালক হুমায়ুন এবং ট্রাকটির নাম্বার-ঢাকা মেট্রো-ট-২২-৮৮২৫।