নুরুল আলম:: খাগড়াছড়ির রামগড় পৌর সভার সয়েল বাগান সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে। রবিবার (২১ জানুয়ারি) রাতে জুয়া খেলা অবস্থায় পুলিশ জুয়াড়িদের আটক করে।
আটককৃতরা হলো- পৌরসভার মাস্টার পাড়ার মৃত সালেহ আহাম্মদের ছেলে মো. মোস্তফা (৫৫), মো. শাহাবুদ্দিনের ছেলে কামরুল হাসান (২৭), রামগড় বাজার এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৩৫), দক্ষিণ গর্জনতলীর আবুল বশরের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), তৈচালাপাড়ার জসিম উদ্দিনের ছেলে রাব্বি (১৬), মো. সামছুল হকের ছেলে একরামুল হক (২২), চৌধুরীপাড়ার মৃত নুর নবীর ছেলে মো. ফিরোজ (৩০), এমরান হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৯), শ্বশ্মানটিলার মো. নুরুজ্জামানের ছেলে নুরুল হুদা (২২), কমপাড়ার মো. আবুল বশরের ছেলে নুরুল আমিন (৪২), মাটিরাঙ্গার পলাশপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে আজিজুল হক (৪২) ও ফটিকছড়ির বাগানবাজার ইউপির পূর্ব চিকনছড়ার মৃত হাফেজ মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো. মহসিন মুস্তফার নেতৃত্বে একটি টহল দল রামগড় পৌর সভার পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র (সয়েল বাগান) সংলগ্ন জনৈক আলমের চায়ের দোকানের পিছনে জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে হাতে নাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে তাস ও জুয়া খেলার তাস ও অন্যান্য উপকরণসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
রামগড় থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।