নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অস্ত্রসহ রীতি বাবু ত্রিপুরা শান্ত নামে এক আসামীকে আটক করেছেন গুইমারা থানা পুলিশ।
শনিবার (২০ জানুয়ারী ২০২৪) দুপুরে গুইমারা থানার এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২ টা বেজে ৩০মিনিটে গুইমারা থানাধীন ১নং গুইমারা ইউপির ৫ নং ওয়ার্ডের কবুতরছড়া জনৈক বেল্লাল ও আলমের বাগানের সামনে থেকে আসামী রীতি বাবু ত্রিপুরা শান্ত(১৮)কে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গুইমারা থানা সূত্রে জানায়, রীতি বাবু ত্রিপুরা শান্ত গুইমারা উপজেলার মাইরং পাড়া এলাকার হেমন্দ্র ত্রিপুরা ছেলে। আসামীর নিকট থেকে উদ্ধারকৃত অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলিসহ তাকে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।