শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

কাপ্তাই হ্রদে মাছ শিকার করতে গিয়ে চট্টগ্রামের একজনের মৃত্যু

সংবাদদাতা,কাপ্তাই (রাঙ্গামাটি):: চট্টগ্রাম জেলার চকবাজার হতে রাঙামাটির কাপ্তাই হ্রদে বড়শী দিয়ে মাছ শিকার করতে এসে এক মাছ শিকারির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারী) বেলা ১২টায় কাপ্তাই উপজেলার জেটিঘাট সংলগ্ন কাপ্তাই হ্রদে মাছ শিকার করার সময় ওই ব্যক্তি পানিতে পড়ে তলিয়ে যায়। নিহত ব্যক্তির নাম মোঃ বাপ্পি (৩২)। সে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার শওকত আকবরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বাপ্পী নামের ওই ব্যক্তি বেলা ১২টার দিকে কাপ্তাই লেকে মাছ ধরার সময় পানিতে পড়ে তলিয়ে যায় পরে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশ এবং ডুবুরী দলকে খবর দিয়েছি। এদিকে নৌবাহিনী এক দল ডুবুরী বিকাল ৪টার দিকে লাশটি কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার করে।

এবিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!