নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউপির সাকিনস্থ বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের পূর্বপাশ থেকে গুইমারা থানার এস আই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোঃ শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ কেজি গাঁজা আটক করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারী ২০২৪) রাত ৮ টা বেজে ৫০ মিনিটে গুইমারা থানার এস আই জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করলে বড়পিলাক নিবাসী শফিকুল ইসলামের বসত বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। শফিকুল ইসলাম গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউপির ৬নং ওয়ার্ড বড়পিলাকের মৃত আব্দুর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ জানায়, আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হইবে। মাদকের বিরুদ্ধে টিম গুইমারার অভিযান অব্যাহত থাকবে। গুইমারাকে মাদকমুক্ত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।