শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

গুইমারায় ২৭ বছর ধরে পলাতক মফিজ ডাকাতসহ ২জন গ্রেফতার

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী মোঃ মফিজ (৫০), কে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।

১১ জানুয়ারী বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপর আসামী যৌতুক আইনের ৩ এর পরোয়ানাভূক্ত মোঃ গিয়াস উদ্দিন (৩১) পিতা- মো: মফিজুর রহমান, গ্রেফতারকৃত আসামীদ্বয় দুই জন কে আদালতে সোপর্দ করা হইবে।

খাগড়াছড়ি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) দীর্ঘদিনের বিলম্বিত পরোয়ানা তামিল, অভ্যাসগত চোর-ডাকাত চক্রের বর্তমান অবস্থান নির্ধারণ ও তথ্য সংগ্রহের বিষয়ে, নিয়মিত ফৌজদারী মামলার আসামী গ্রেফতার সহ বিভিন্ন প্রকার উদ্ধার অভিযানের বিষয়ে জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের নিকট জোর তাগিদ প্রদান করেছেন।

এরই ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!