নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির আলুটিলায় যাত্রীবাহী শান্তি পরিবহন উল্টে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (১০ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯টার দিকে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রী নিয়ে সকাল সাড়ে আটটায় খাগড়াছড়ি হতে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহন (চট্ট মেট্টো -ব -১৪ -১৪০৯) সাপমারা নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে পাহাড় নামার সময় পাহাড়ের সাথে ধাক্কা মারে। এতে গাড়িটি উল্টে যায়। চালক মো: সেলিম ও সুপার ভাইজার মুরাদ পালিয়ে যায়।
এ সময় বড় ধরণের কোন হতাহতের ঘটনা না ঘটলেও রাস্তার উভয় দুই দিকে যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিমের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন হতাহত হয়নী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। বর্তমানে যানবাহন চলাচল করছে বলে তিনি জানান।