শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ফেনবুক আইডি হ্যাক,থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:-খাগড়াছড়ি জেলার গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার গুইমারা উপজেলা প্রতিনিধি এম দুলাল আহাম্মদ এর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এই বিষয়ে এম দুলাল আহাম্মদ বাদী হয়ে অজ্ঞাত হ্যাকারদের বিরুদ্ধে গুইমারা থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

বুধবার (১০ জানুয়ারী ২০২৪) গুইমারা থানায় দায়ের করা সাধারণ ডায়েরীতে এম দুলাল আহাম্মদ উল্লেখ করেন,আমি দীর্ঘদিন যাবত সাংবাদিকতা পেশার সাথে জড়িত।বিগত ২০১১ইং সাল থেকে আমার ফেসবুক আইডি গ উঁষধষ অযধসসবফ নামে পরিচালনা করে আসছি।গত ০৯-০১-২০২৪ ইং তারিখের দুপুরের পরে আমার ফেসবুক আইডি লগইন করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হই।পরে আইডিতে বার বার লগইন করার চেষ্টার করলেও ব্যর্থ হই। আমার মনে হয় ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।কে বা কাহারা হ্যাক করেছে।ধারনা করছি,হ্যাকার আমার আইডি ব্যবহার করে উস্কানিমুলক,অশ্লীল এবং রাষ্টবিরোধী লেখা,ছবি পোষ্ট করার মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন সহ নানা ভাবে বিপদে ফেলে হেনস্থা করতে পারে।তাই আমার নিরাপত্তার স্বার্থে আপনার থানায় সাধারণ ডায়েরী করতে বাধ্য হলাম।গুইমারা থানায় সাধারণ ডায়েরী নাম্বার ৩৮২ তারিখ-১০-০১-২০২৪ ইং।

এদিকে নিজের ফেসবুক আইডিটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়ে,উদ্ধার না হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!