নুরুল আলম:: খাগড়াছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, মনীর খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক কে.এম.ইসমাইল হোসেন,মহিলা নেত্রী ফারজানা আজমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।