নুরুল আলম:: চাকুরি জীবনের শেষ মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে এক দৃষ্টিনন্দন আয়োজন সাজিয়েছিল পানছড়ি থানা পুলিশ। পুলিশ সদস্যের বিদায়ের ব্যতিক্রমী আয়োজন পানছড়ি থানায় এই প্রথম।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে শুরুজয় চাকমাকে পানছড়ি থানার পক্ষ থেকে জানানো হয় বিদায় সংবর্ধনা।
বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম। আবেগাপ্লুত শুরুজয় চাকমা সহকর্মীদের সাথে করমর্দন শেষে চোখের জল মুছতে মুছতে বিদায় জানান কর্মজীবনের শেষ ঠিকানা পানছড়ি থানাকে। মোটর সাইকেল বহর সাথে ফুল আর বাহারী বেলুনে সজ্জিত পানছড়ি থানার ওসির গাড়িতে চড়েই তিনি পৌঁছেন আপনালয়ে। শুরুজয় চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউপির মুনিগ্রামে।
সহকর্মী পানছড়ি থানার এসআই সৈয়দ ছানাউল্লা, এসআই ইয়াছিন, এসআই অনিক, এসআই ইউচুপ, এএসআই কামরুলসহ সহকর্মীরা জানান, কর্মজীবনের শেষ বেলাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি। শুরুজয়ের বিদায় আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম জানান, একজন সহকর্মীকে সুন্দরভাবে বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।