নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নংচিৎমরম ইউনিয়ন ৩ নংওয়ার্ডের জামাইছড়িতে ৩ দিনের ব্যবধানে আবারও বন্যহাতির আক্রমণে এক পথিক আহত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৫.৩০ মিনিটের দিকে সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে চাইসুই অং মারমা (৪৫) হাতির আক্রমণে আহত হয়।
তিনি জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা। পরে তাকে আহত অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনা সতত্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বুধবার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীতাপাহাড় মারমা পাড়ার কলাবাগানে বন্যহাতির আক্রমণে অংশেহ্লা মারমা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।