নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড়ে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের গণপাঠাগারের সামনে থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবক মোহাম্মদ আফসার ফটিকছড়ির ভুজপুরের দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের মো. হানিপের ছেলে।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। তিনি আর ও জানান, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় রামগড় থানা এলাকাকে মাদক মুক্ত করার জন্য চলমান অভিযান অব্যাহত থাকবে।