নুরুল আলম:: “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম সহরের উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুঃস্থ নারী কর্মীদের বাস্তবমূখী আয়বর্ধক মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ডিসেম্বর ২০২৩) গুইমারা উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের সহকারী ট্রেনিং অফিসার মোনান চাকমা, উপজেলা প্রাণী ও সম্পাদক বিষয়ক কর্মকর্তা মাইনুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা দ্বীপন চাকমা প্রমূখ।
খাগড়াছড়ি জেলা এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ এ নিয়োজিত দুঃস্থ নারী কর্মীরা অংশগ্রহণ করেন।