নুরুল আলম:: খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) তিনি লক্ষ্মীছড়ি উপজেলার মগাছড়ি ও সদরে নির্বাচনি গণসংযোগ ও একাধিক পথসভায় পাহাড়ে উন্নয়ন ও সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেম্রাচাই মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, মংক্যাচিং চৌধুরী, শুভ মঙ্গল চাকমা, মনির হোসেন খাঁন প্রমুখ।