নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মহালছড়িতে বৈদ্যুতিক শর্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ময়নাল হোসেন (৩৫) মহালছড়ি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বশর মেম্বার টিলার আবু তালেবের ছেলে এবং পেশায় স্যানেটারী ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) বিকেল সাড়ে চারটার দিকে প্রতিদিনের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করার সময় বৈদ্যুতিক চালিত পানির মোটর হঠাৎ বন্ধ হয়ে যায়। দেখতে গিয়ে সেই মোটরে হাত দিলে বৈদ্যুতিক শর্টে ঘটনাস্থলে মারা যায় সে।
ঘটনা সত্যতা স্বীকার করেন-মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, বিদ্যুৎ চালিত পানির মোটরটি বৈদ্যুতিক সংযোগ সমস্যার কারণে মৃত্যু হতে পারে। মৃত ময়নাদের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।