নুরুল আলম:: খাগড়াছড়িতে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য বিজয় র্যালি,জাতীর শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা জেলা আওয়ামী লীগ। শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) দলীয় কার্যালয় থেকে র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে চেঙ্গী স্কয়ারে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা।
এর আগে দলীয় কার্যালয়ে সামনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা,এমএ জব্বার,নিলোৎপল খীসা,খোকেনশ্বর ত্রিপুরাক্যজরী মারমা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।