শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্যের বিষয় “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর দিবসটির উদ্বোধন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে টাউন হল মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, দুর্নীতি হচ্ছে ডায়াবেটিস রোগীর মত। যে যতই কন্ট্রোল করতে পারবে, ততই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

দুর্নীতি হ্রাস করতে হলে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। আমরা নিজেরা দুর্নীতি করবো না, অন্যকেও দুর্নীতি করার সুযোগ দিবে না। সচেতনতার মাধ্যমে আমাদেরকে দুর্নীতি নির্মূল করতে করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, রাঙামাটি দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন, পাসপোর্ট কর্মকর্তা আবদুল মোক্তালেব সরকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!