শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনের নৌকা প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরাকে আবার নির্বাচিত করতে সকল মত-পার্থক্য ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

খাগড়াছড়ি জেলা সদরের একটি রিসোর্ট সেন্টারে অনুষ্ঠিত এই সভায় তিন পার্বত্য জেলার নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, চাইথোং মারমা, মণির হোসেন, মংক্যাচিং চৌধুরী, ম্রাগ্য মারমা, জেলা পরিষদের সদস্য, এম এ জব্বার, এড. আশুতোষ চাকমা প্রমূখ।

এছাড়াও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সকল সদস্য, সকল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!