এম দুলাল আহাম্মদ:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে বোরো ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বুধবার (২৯ নভেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর হয়। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাসসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, “প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা মতে দেশের এক বিন্দু জায়গা খালী না থাকার লক্ষ্যে এই অঞ্চলের কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই ধরনের জনকল্যান মুলক কর্মকান্ড ভবিষ্যতেও অব্যহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।”